May 25, 2013

Google Panda Attacking Web-Ranking Graph: Brawl with Savior SEO Tips

After the strategic emergence of Google Panda updates by its parenting sphere, several websites attained tremendous jerks losing its crown and position.

3 Ways To Release Your Website From Penguin Attack

Penguin commonly effect those sites which are not satisfying the Google webmaster guidelines and have bad backlinks, keywords stuffing, cloaking and duplicate content.

May 20, 2013

***3D মুভি!!!আমার কিছু অভিজ্ঞতা ***

3D মুভি মানেই তো প্রথাগত Film ধারনার বাইরে সম্পূর্ণ এক ধরনের অভিজ্ঞতা।বিভিন্ন ব্লগ ও ইন্টারনেট ঘেটে 3D মুভি নিয়ে অনেক review পড়ে 3D মুভির প্রতি আমার আগ্রহ জমে ।
...মফস্বল এলাকার ছেলে বলে 3D গ্লাস বা 3D মুভি কোনটাই সংগ্রহ করার সুযোগ আমার ছিল না,কিন্তু 3D মুভি experience করার ইচ্ছাটা আমার কোন দিনও কমে নি।

May 1, 2013

চলুন জানি পৃথিবীর সবচেয়ে বেশি ভয়ঙ্কর ভৌতিক স্থানসমূহ সম্পর্কে!

জীন-ভূতের ভয় সবাই করে। এমন কায়কে পাওয়া যাবে না যে জীবনে ভয় পায়নি!
কখনো এমন জায়গায় গিয়েছেন যেখানে গেলে গায়ের লোম খাঁড়া হয়ে যায়, গায়ে কাঁটা দিয়ে উঠে? অথবা ভয়ে আপনি থর থর করে কাঁপছেন! গ্রাম্য এলাকার বাঁশ বাগান, বেত বাগান, ঝোপ-ঝাড়, পুরোনো বাড়ি গুলোতে একা একা রাতের অন্ধকারে হাঁটলে এরকম অনুভুতি হতে পারে।
আমাদের বাড়ির পিছনে বাঁশের, বেতের, গাছগাছালির অনেক ঝোপঝাড়। ওখানে জীন- ভুত থাকে এরকম অনেক গল্প মুরব্বীদের কাছ থেকে অনেক শুনেছি। তার সাথে থাকে সন্ধ্যার পর থেকে শেয়ালের হাঁক, ঝিঁঝিঁ পোকার ডাক, পেঁচার ডাক আরো কত কি!পুরাই ভয়ঙ্কর পরিস্থিতি। সন্ধ্যা হওয়ার পরে ওখানে কেউ যাওয়া দূরে থাক, চোখ দিতেও ভয় লাগে! ভাগ্যিস বিদ্যুৎ থাকে তা না হলে আরো ভয়ঙ্কর লাগতো!এই তো গেলো আমাদের বাড়ির আঙ্গিনা। পৃথিবীতে এরকম অনেক বিখ্যাত ভয়ঙ্কর জায়গা রয়েছে, তার মধ্য থেকে ১০ টি বেছে নিয়ে সেগুলোর  কিছু বর্ননা নিচে তুলে ধরলাম-
১. বোরলে রেকটরি