আসসালামুয়ালায়কুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। প্রথমেই
বলে নিই। আমি কিন্তু এসইও তেমন জানিনা। তাই আমার এই পোষ্ট টিতে অনেক ভুল
হয়তেই পারে। আশা করি আপনারা ক্ষমা করবেন আমার ভুল গুলো।
Jul 20, 2013
May 25, 2013
Google Panda Attacking Web-Ranking Graph: Brawl with Savior SEO Tips
After the strategic emergence of Google Panda updates by its parenting
sphere, several websites attained tremendous jerks losing its crown and
position.
May 20, 2013
***3D মুভি!!!আমার কিছু অভিজ্ঞতা ***
3D মুভি মানেই তো প্রথাগত Film ধারনার বাইরে সম্পূর্ণ এক ধরনের
অভিজ্ঞতা।বিভিন্ন ব্লগ ও ইন্টারনেট ঘেটে 3D মুভি নিয়ে অনেক review পড়ে 3D
মুভির প্রতি আমার আগ্রহ জমে ।
...মফস্বল এলাকার ছেলে বলে 3D গ্লাস বা 3D মুভি কোনটাই সংগ্রহ করার সুযোগ আমার ছিল না,কিন্তু 3D মুভি experience করার ইচ্ছাটা আমার কোন দিনও কমে নি।
...মফস্বল এলাকার ছেলে বলে 3D গ্লাস বা 3D মুভি কোনটাই সংগ্রহ করার সুযোগ আমার ছিল না,কিন্তু 3D মুভি experience করার ইচ্ছাটা আমার কোন দিনও কমে নি।
May 1, 2013
চলুন জানি পৃথিবীর সবচেয়ে বেশি ভয়ঙ্কর ভৌতিক স্থানসমূহ সম্পর্কে!
জীন-ভূতের ভয় সবাই করে। এমন কায়কে পাওয়া যাবে না যে জীবনে ভয় পায়নি!
কখনো এমন জায়গায় গিয়েছেন যেখানে গেলে গায়ের লোম খাঁড়া হয়ে যায়, গায়ে কাঁটা দিয়ে উঠে? অথবা ভয়ে আপনি থর থর করে কাঁপছেন! গ্রাম্য এলাকার বাঁশ বাগান, বেত বাগান, ঝোপ-ঝাড়, পুরোনো বাড়ি গুলোতে একা একা রাতের অন্ধকারে হাঁটলে এরকম অনুভুতি হতে পারে।
আমাদের বাড়ির পিছনে বাঁশের, বেতের, গাছগাছালির অনেক ঝোপঝাড়। ওখানে জীন- ভুত থাকে এরকম অনেক গল্প মুরব্বীদের কাছ থেকে অনেক শুনেছি। তার সাথে থাকে সন্ধ্যার পর থেকে শেয়ালের হাঁক, ঝিঁঝিঁ পোকার ডাক, পেঁচার ডাক আরো কত কি!পুরাই ভয়ঙ্কর পরিস্থিতি। সন্ধ্যা হওয়ার পরে ওখানে কেউ যাওয়া দূরে থাক, চোখ দিতেও ভয় লাগে! ভাগ্যিস বিদ্যুৎ থাকে তা না হলে আরো ভয়ঙ্কর লাগতো!এই তো গেলো আমাদের বাড়ির আঙ্গিনা। পৃথিবীতে এরকম অনেক বিখ্যাত ভয়ঙ্কর জায়গা রয়েছে, তার মধ্য থেকে ১০ টি বেছে নিয়ে সেগুলোর কিছু বর্ননা নিচে তুলে ধরলাম-
১. বোরলে রেকটরি
কখনো এমন জায়গায় গিয়েছেন যেখানে গেলে গায়ের লোম খাঁড়া হয়ে যায়, গায়ে কাঁটা দিয়ে উঠে? অথবা ভয়ে আপনি থর থর করে কাঁপছেন! গ্রাম্য এলাকার বাঁশ বাগান, বেত বাগান, ঝোপ-ঝাড়, পুরোনো বাড়ি গুলোতে একা একা রাতের অন্ধকারে হাঁটলে এরকম অনুভুতি হতে পারে।
আমাদের বাড়ির পিছনে বাঁশের, বেতের, গাছগাছালির অনেক ঝোপঝাড়। ওখানে জীন- ভুত থাকে এরকম অনেক গল্প মুরব্বীদের কাছ থেকে অনেক শুনেছি। তার সাথে থাকে সন্ধ্যার পর থেকে শেয়ালের হাঁক, ঝিঁঝিঁ পোকার ডাক, পেঁচার ডাক আরো কত কি!পুরাই ভয়ঙ্কর পরিস্থিতি। সন্ধ্যা হওয়ার পরে ওখানে কেউ যাওয়া দূরে থাক, চোখ দিতেও ভয় লাগে! ভাগ্যিস বিদ্যুৎ থাকে তা না হলে আরো ভয়ঙ্কর লাগতো!এই তো গেলো আমাদের বাড়ির আঙ্গিনা। পৃথিবীতে এরকম অনেক বিখ্যাত ভয়ঙ্কর জায়গা রয়েছে, তার মধ্য থেকে ১০ টি বেছে নিয়ে সেগুলোর কিছু বর্ননা নিচে তুলে ধরলাম-
১. বোরলে রেকটরি
Apr 12, 2013
Zbigz Premium Account For Free New Trick 2013
Zbigz Premium Account For Free New Trick 2013
Zbigz free premium account for you. Before i tell how to get zbigz premium account know about zbigz. Zbigz is a site that offers you to download torrent files without a torrent client. It helps you in downloading torrent files. With Zbigz you don't need to use torrent client to download files on PC or mobile. You can create direct download links of files with this website and then you can download it with any download manager at best speed.
Zbigz converts the torrent file download link in direct download link, so it saves lots of your time
Zbigz free premium account for you. Before i tell how to get zbigz premium account know about zbigz. Zbigz is a site that offers you to download torrent files without a torrent client. It helps you in downloading torrent files. With Zbigz you don't need to use torrent client to download files on PC or mobile. You can create direct download links of files with this website and then you can download it with any download manager at best speed.
Zbigz converts the torrent file download link in direct download link, so it saves lots of your time
Apr 9, 2013
নাসার নতুন আবিষ্কারঃ প্রমাণ মিলেছে মঙ্গল গ্রহে পানি
সালাম সবাইকে আসা করি ভালো আছেন। আজব
টেকনোলজি এর দুনিয়ায় আরেকবার সবাইকে জানাই স্বাগতম। নাসার মহাকাশযান
‘অপরচ্যুনিটি’ মঙ্গল গ্রহে প্রাচীন এক পাথরের ফাটলে জিপসাম নামক খনিজের
একটি স্তরের সন্ধান পেয়েছে। ‘প্লাস্টার অব প্যারিস’ নামে পরিচিত জিপসামের এ
স্তর এককালে গ্রহটিতে পানির উপস্থিতিরই সুস্পষ্ট প্রমাণ। কারণ, পাথরের
মধ্য দিয়ে পানি প্রবাহের কারণেই সেখানে জিপসাম তৈরি হতে পারে। মঙ্গল গ্রহ
সম্পর্কে প্রয়োজনীয় তথ্য অনুসন্ধানের জন্য ২০০৪ সালের জানুয়ারিতে গ্রহটির
দুই বিপরীত প্রান্তে ‘অপরচ্যুনিটি’ ও ‘স্পিরিট’ নামের দুটি মহাকাশ যান
পাঠায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
‘অপরচ্যুনিটি’ এর আগেও মঙ্গল গ্রহে
সালফেট খনিজের সন্ধান পেয়েছিলো। কিন্তু তা বাতাসে উড়ে যাওয়ায় কিংবা
অন্যান্য পদার্থের সঙ্গে মিশে যাওয়ায় সে সময় সব তালগোল পাকিয়ে গিয়েছিল।
এরফলে ওই খনিজ মঙ্গলে পানির অস্তিত্ব প্রমাণের জন্য যথেষ্ট কিনা তা নিয়ে
সৃষ্টি হয়েছিলো বিতর্ক। কিন্তু প্রাপ্ত জিপসাম এবার সে বিতর্কেরই অবসান
ঘটালো বলে ধারণা করা হচ্ছে।
মহাকাশযান দুটির প্রধান গবেষক ও করনেল
বিশ্ববিদ্যালয়ের গ্রহবিষয়ক বিজ্ঞানী স্টিভ স্কুয়ারস বলেছেন, ‘‘আমি মনে করি
পুরো মঙ্গল অভিযানে এটিই পানি প্রবাহের একমাত্র সুস্পষ্ট পর্যবেক্ষণ।
Apr 1, 2013
FB অথবা অন্য কোন সাইটের মেইল দিয়ে আপনার GMAIL INBOX ভরে যাচ্ছে
আসসালামু
আলাইকুম
অনেক সময় অসতর্কতার
কারণে আমরা আমাদের পারসোনাল +Gmail এড্রেস দিয়ে বিভিন্ন ওয়েব সাইটে একাউন্ট
খুলি এবং পরে দেখি সেটাতে হাজার
হাজার মেইল এ ভরে যায়। যেমন FB NOTIFICATIONS,
TWITTER
NOTIFICATIONS,FREELANER
NOTIFICATIONS
তখন প্রয়োজনীয় মেইল গু লো কে আর
আলাদা করতে পারিনা অথচ
আমাদের মেইল বক্সটি আমরা সব
সময়ই পরিষ্কার রাখতে চাই। তাই আজকে আপনাদের
দেখাবো কিভাবে ফিল্টারিং করে এই
মেইল গুলোকে আলাদা করে রাখবেন
আশা করি উপকারে আসবে আপনাদের।
অনেক সময় অসতর্কতার
কারণে আমরা আমাদের পারসোনাল +Gmail এড্রেস দিয়ে বিভিন্ন ওয়েব সাইটে একাউন্ট
খুলি এবং পরে দেখি সেটাতে হাজার
হাজার মেইল এ ভরে যায়। যেমন FB NOTIFICATIONS,
NOTIFICATIONS,FREELANER
NOTIFICATIONS
তখন প্রয়োজনীয় মেইল গু লো কে আর
আলাদা করতে পারিনা অথচ
আমাদের মেইল বক্সটি আমরা সব
সময়ই পরিষ্কার রাখতে চাই। তাই আজকে আপনাদের
দেখাবো কিভাবে ফিল্টারিং করে এই
মেইল গুলোকে আলাদা করে রাখবেন
আশা করি উপকারে আসবে আপনাদের।
এখন থেকে ইমেইলের(Gmail) ইনবক্স মেসেজের আপডেট পান মোবাইল এসএমএস এর মাধ্যমে বিনামূল্যে !!
ইমেইল যার কাছে প্রয়োজনীয় সেই জানে ইমেইল নটিফিকেশনের গুরুত্ব কতটূকু। জিমেইলের ক্ষেত্রে আপনি নিচের টিপস অনুসরন করলে ইমেইল আসার ২ মিনিটের মধ্যেই মোবাইলে গুগল থেকে এসএমএস পাবেন।
Mar 31, 2013
পৃথিবীর মতো নতুন একটি গ্রহ আবিষ্কার !!!
আজন টেকনোলজি এর দুনিয়ায় স্বাগতম আপনাকে। কখনো কি ভেবেছেন যে পৃথিবীর মত আরেকটি গ্রহ আছে এই জগতে? অবিশ্বাস্য হলেও এটি সত্যি যে অনেকটা আমাদের পৃথিবীর মতো নতুন একটি গ্রহ আবিষ্কার করেছে মহাকাশ গবেষনা সংস্থা নাসা। সম্প্রতি নাসার কেপলার টেলিস্কোপে ধরা পড়া এ গ্রহে ভিনগ্রহী প্রানী থাকার প্রচুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটির বিজ্ঞানীরা।
পৃথিবীর সবচেয়ে গোপনীয় এবং রহস্যময় পাঁচটি স্থান,চাইলেও যে জায়গাগুলতে যেতে পারবেন না কখনই
পৃথিবীর সবচেয়ে গোপনীয় এবং রহস্যময় পাঁচটি স্থান,চাইলেও যে জায়গাগুলতে যেতে পারবেন না কখনই
কিন্তু চাইলেই কি পৃথিবীর সব গোপনীয়তা ভেদ করা সম্ভব??উত্তরটা অবশ্যই না।পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেগুলোতে চাইলেও কখনই যাওয়া যায়না,জানা যায়না কি হচ্ছে সেখানে,আর কেনইবা এতসব গোপনীয়তা??আজকে এমনি কিছু রহস্যময় জায়গার কথা বলব যেগুলো সাধারণ মানুষের কাছে সবসময় অধরাই থেকে গেছে।সাধারণ মানুষ পরতের পর পরত রহস্যের গল্প বুনে গেছে এগুলো নিয়ে,কিন্তু কূলকিনারা করা হয়নি কোন রহস্যের। মানুষ বরাবর ই কৌতুহলি।পৃথিবী সে চষে বেড়াতে চাই,জানতে চাই সমস্ত অজানারে।কিন্তু চাইলেই কি পৃথিবীর সব গোপনীয়তা ভেদ করা সম্ভব??
১। ARIYA- 51 (USA)

যুক্তরাষ্ট্রের নেভাদাই অবস্থিত এই জায়গাটি নিয়ে সারা বিশ্বের মানুষ এখনো একটা ঘোরের মধ্যে আছে।এটি একটি মিলিটারি বেইজ এবং পৃথিবীর সবচেয়ে সিকিউর এলাকাগুলোর একটা।
কিন্তু চাইলেই কি পৃথিবীর সব গোপনীয়তা ভেদ করা সম্ভব??উত্তরটা অবশ্যই না।পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেগুলোতে চাইলেও কখনই যাওয়া যায়না,জানা যায়না কি হচ্ছে সেখানে,আর কেনইবা এতসব গোপনীয়তা??আজকে এমনি কিছু রহস্যময় জায়গার কথা বলব যেগুলো সাধারণ মানুষের কাছে সবসময় অধরাই থেকে গেছে।সাধারণ মানুষ পরতের পর পরত রহস্যের গল্প বুনে গেছে এগুলো নিয়ে,কিন্তু কূলকিনারা করা হয়নি কোন রহস্যের। মানুষ বরাবর ই কৌতুহলি।পৃথিবী সে চষে বেড়াতে চাই,জানতে চাই সমস্ত অজানারে।কিন্তু চাইলেই কি পৃথিবীর সব গোপনীয়তা ভেদ করা সম্ভব??
১। ARIYA- 51 (USA)

যুক্তরাষ্ট্রের নেভাদাই অবস্থিত এই জায়গাটি নিয়ে সারা বিশ্বের মানুষ এখনো একটা ঘোরের মধ্যে আছে।এটি একটি মিলিটারি বেইজ এবং পৃথিবীর সবচেয়ে সিকিউর এলাকাগুলোর একটা।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO(পর্ব-১০)...: On page কিছু পরিচিত HTML Tag
On Page SEO
আজ আমরা অন পেজ এসইও / On page seo সর্ম্পকে জানবো। মনে আছে তো, On page seo কাকে বলে - কি মনে পড়ছে? মনে না পড়লে আর একবার দেখে নিন - আমি আমার website সর্ম্পকে যা বলছি তাই অন পেজ এসইও আর অন্যরা আমার ওয়েবসাইট সর্ম্পকে যা বলছে তাই off page seo.সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO(পর্ব-১১)... HTML ট্যাগ অপটিমাইজেশন
যেহেতু আপনার সাইটের পোস্ট আপনি লিখছেন অথবা আপনি এডিট করছেন, তাই ইচ্ছা করলেই আপনি যেখানে খুশি যত খুশি keyword ব্যবহার করতে পারেন। বেশি বেশি keyword, বেশি বেশি relevancy, আর যত বেশি relevancy, তত বেশি top rank পাওয়ার সম্ভাবনা।
- না, উপরের প্যারার উল্লেখিত কাজগুলো কোনভাবেই করা যাবে না। এই ধরনের কাজ যদি আপনি করেন, তাহলে আপনার rankingএর অবনতি ঘটবে। প্রথম কথা গুলো স্মরণ করুন, আমরা একটা ওয়েবসাইট সাধারণত ভিজিটরের জন্য বানাই, তাই ভিজিটরকেই প্রাধান্য দিন, আর আপনার সাইটের কন্টেন্ট যদি ভাল না এবং কন্টেন্ট যদি শুধুমাত্র keyword দ্বারা ভরা থাকে তাহলে কোন visitorই আপনার সাইট পছন্দ করবেনা এবং bounce rate(ভিজিটর সাইটে আসবে কিন্তু কন্টেন্ট দেখে সাথে সাথে সাইট থেকে বের হয়ে যাবে) বাড়বে, যার ফলে আপনার ranking ও fall করবে। আর google এখন আগের চেয়ে অনেক বেশি স্মার্ট, গুগলের এসব keyword stuffing ধরতে বেশি সময় লাগেনা। তাই প্রতারণা করবেন না, আপনারই ক্ষতি। এমনকি গুগল গুরুত্বপূর্ণ keyword গুলোর জন্য যারা প্রথম পেজে অবস্থান করছে, গুগল তাদের সাইটগুলো ম্যানুয়ালীও মানুষজন দিয়ে রিভিউ করাচ্ছে। তাই ওসব black hat technique এর দিকে যাওয়ার চিন্তা থাকলে বাদ দিন।
Mar 24, 2013
বিশ্বে আলোড়ন সৃষ্টি করা ৫টি রহস্যময় ঘটনা
Frederick Valentich’s Disappearance

১৯৭৮ সালের অক্টোবর মাসের ২১ তারিখের ঘটনা। ২০বছর বয়সী Frederick একটি হালকা Cessna 182L বিমান চালিয়ে অস্ট্রেলিয়ার কিং আইল্যান্ডের উপর দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে সেই সময় কোন কথাবার্তা ছাড়াই বিমানসহ Frederick গায়েব হয়ে যায়! একেবারেই লাপাত্তা! কোন চিহ্নই নেই তার! গায়েব হবার আগে রেডিওতে সে জানিয়েছিল একটি অপরিচিত আকাশযান সে দেখেছে। সেটি তার বিমানের গতিতেই তার দিকে ধেয়ে আসছে। এই তার শেষ যোগাযোগ পৃথিবীর কারো সাথে। এরপর সে আকাশ থেকে বিমানসহ একেবারেই গায়েব! রেডিওতে তার শেষ কথা ছিলো “ওহ!! বস্তুটা আমার কাছেই চলে এসেছে!!! কিন্তু এটা তো কোন আকাশযান নয়…..”। এখানেই শেষ পৃথিবীর সাথে তার যোগাযোগ। অনেক খুজেও তাকে এবং তার বিমানের কোন চিহ্নই আর পাওয়া যায়নি।
১৯৭৮ সালের অক্টোবর মাসের ২১ তারিখের ঘটনা। ২০বছর বয়সী Frederick একটি হালকা Cessna 182L বিমান চালিয়ে অস্ট্রেলিয়ার কিং আইল্যান্ডের উপর দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে সেই সময় কোন কথাবার্তা ছাড়াই বিমানসহ Frederick গায়েব হয়ে যায়! একেবারেই লাপাত্তা! কোন চিহ্নই নেই তার! গায়েব হবার আগে রেডিওতে সে জানিয়েছিল একটি অপরিচিত আকাশযান সে দেখেছে। সেটি তার বিমানের গতিতেই তার দিকে ধেয়ে আসছে। এই তার শেষ যোগাযোগ পৃথিবীর কারো সাথে। এরপর সে আকাশ থেকে বিমানসহ একেবারেই গায়েব! রেডিওতে তার শেষ কথা ছিলো “ওহ!! বস্তুটা আমার কাছেই চলে এসেছে!!! কিন্তু এটা তো কোন আকাশযান নয়…..”। এখানেই শেষ পৃথিবীর সাথে তার যোগাযোগ। অনেক খুজেও তাকে এবং তার বিমানের কোন চিহ্নই আর পাওয়া যায়নি।
Mar 21, 2013
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO(পর্ব-১৩):: কার্যকারী Title Tag কিভাবে লিখবেন
কিভাবে আপনি কার্যকারি Title Tag লিখবেন:
এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট আপনার ওয়েবসাইটের এর জন্য। কারন আগেই বলেছি এটাই আপনার পোস্টের এবং ঐ পেজের শিরোনাম এবং সার্চ ইঞ্জিন এটাকে খুবই গুরুত্ব দেয়। এটাকে সার্চ ইঞ্জিন একটা clickable লিঙ্কে পরিণত করে যার মাধ্যমে আপনি অন্য কোন website এ প্রবেশ করেন সার্চ ইঞ্জিন থেকে। এটা যদি keyword rich এবং ভিজিটরদের কাছে appealing হয় তাহলে se তে rank এবং visitor দুটোই পাওয়া যায়।
উপরের মত একটি word file or text file প্রস্তুত করুন। যেখানে আপনি প্রথমে important search term তার পাশে searches এবং allintitle লিখে রাখুন। এতে আপনার কিওয়ার্ড বাছাই করতে সুবিধা হবে। এখন আপনার উদ্দেশ্য হবে কিভাবে এই keyword গুলোকে ব্যবহার করে একটি সুন্দর টাইটেল তৈরি করা যায়।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO(পর্ব-১২): HTML ট্যাগ অপটিমাইজেশন CONTINUED
HEADER ট্যাগ (h1, h2, .....)
প্রয়োজনীয় কিওয়ার্ড হেডারে ব্যবহার করুন- এমনভাবে header এ কিওয়ার্ড ব্যবহার যাতে মনে হয় এটা রিলেভেন্ট
- heading এর মাধ্যমে ঐ পোস্ট সর্ম্পকে ধারনা পাওয়া যায়
- তবে শুধুমাত্র h tag ব্যবহার করে না করে অন্যন্য tag ও ব্যবহার করুন। যেমন : strong, bold etc.
চলুন দেখে নেই source code এ এই ট্যাগটা দেখতে কেমন।

আপনি যখন কোন article লিখবেন তখন কোন চিন্তা করা দরকার নেই যে আপনি কোন ট্যাগ ব্যবহার করছেন h1, h2 না bold. লেখার সময় শুধুমাত্র reader কথা চিন্তা করে আপনার লেখার formatting করুন।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO(পর্ব-০৯).. SEO Friendly URL Structure
SEO এর জন্য domain name খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সবচেয়ে ভাল হয় যদি আপনি exact match domain manage করতে পারেন। অর্থাৎ আপনার keyword ও আপনার domain name যদি একই হয় তাহলে আপনি সার্চ রেজাল্টএ অনেক বেশি preference পাবেন।
আপনার গুরুত্বপূর্ণ পেজএর লিঙ্ক গুলো seo friendly হলে ভাল হয়। নিচের url দুটা লক্ষ করুন:
www . mainkeyword . com/category-page-keyword
www . mainkeyword . com/p?452
প্রথম urlটাকে seo friendly url বলা হয়। কারন প্রথম লিঙ্কটা দেখে অনেক কিছু বোঝা যায় যেমন এই লিঙ্কএ কেমন ধরনের information থাকতে পারে।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO(পর্ব-০৮) : Keyword দিয়ে Website এর Navigation তৈরির কৌশল)
ওয়েবসাইটের জন্য Category ও Subcategory ঠিক করা:
আপনার ওয়েবসাইটের Category ঠিক করতে হলে আপনাকে keyword research ও করতে হবে। আবার কিছু category আপনি আগে থেকেই ঠিক করে লিখে রাখতে পারেন। আসলে এখানে কোন বাধাধরা নিয়ম নেই আপনি আগে category ঠিক করে keyword research এ যেতে পারেন আবার keyword শেষ করে category ঠিক করতে পারেন। কারন keyword research এর মাধ্যমে আমরা অনেক নতুন নতুন category সর্ম্পকে ধারনা পাব, যা হয়ত আমরা চিন্তা করিনি।সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO(পর্ব-০৭)Site Architecture
ওয়েবসাইটের নির্মাণকৌশল বা site architecture:
Keyword research করা যখন শেষ হয়ে যাবে, তখন আপনার প্রধান কাজ হবে- আপনার ওয়েবসাইটের নির্মাণকৌশল বা site architecture কেমন হবে তা নির্ধারণ করা। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ওয়েবসাইটের আর্কিটেকচার থেকেই সার্চ ইঞ্জিন নির্ধারণ করে, কোন Page টা গুরুত্বপূর্ণ এবংকোনটা না।সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO(পর্ব-০৬)

এখন আমরা পূর্বে তৈরি করা এক্সেল ফাইলটা ওপেন করব। যেখানে keywords, searches and allintitle আছে। এখন keyword competitiveness measure করার জন্য আমাদের দেখতে হবে যে, কোন keyword এ high number of searches এবং low number of competitor (pages) আছে। এটা থেকেই আমরা আমাদের কাঙ্খিত keyword টা পেতে পারি।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO(পর্ব-০৫)
আমরা excel sheet থেকে kindle reviews phrase টা গুগলে প্রবেশ করিয়ে search করি। তাহলে দেখুন গুগল ডানপাশে কতগুলো result পেয়েছে তা show করছে। কিন্তু এখানে গুগল আসলে যে result গুলো show করছে তার মধ্যে শুধু kindle এর রেজাল্ট আছে, শুধু reviews এর result আছে, আবার দুটা phrase এর একত্রিত রেজাল্ট ও আছে। যা থেকে এটা বলা যায়, সব পেজগুলো kindle review phrase টার জন্য optimize নাও হতে পারে।

এবার আমরা "kindle review" phrase টা quote মধ্যে রেখে সার্চ করব। দেখুন রেজাল্ট এর সংখ্যা অনেক কমে এসেছে, এখানে ৭০৩০০ দেখাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারে, kindle review exact phrase টা ৭০৩০০ ওয়েবসাইটের কোথাও না কোথাও ব্যবহার করা হচ্ছে। এখান থেকে এটা বলা যায়, এই পেজগুলোর সবপেজ kindle review phrase এর জন্য optimize নাও হতে পারে।

তাই আমরা গুগল এর advance search term ব্যবহার করব।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO(পর্ব-০৪)
গুগলের adword টুলটা খুবই সাহায্যকারী যার মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে ডাটা research এর জন্য পেতে পারি। অবশ্য এই টুলটা এমন অনেক অপ্রয়োজনীয় keyword ও আমাদের দেয়, যার সরাসরি আমাদের সাইটের সাথে কোন যোগাযোগ নাও থাকতে পারে।

excel sheet open করুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন এই keyword টা আমার সাইটের জন্য যথোপযুক্ত অথবা কেউ যদি search engine এ এই keyword টা প্রবেশ করায় তাহলে সেকি আমার সাইটটা খুজে পাবে। যদি আমার সাইটটা কেউ search engine এর মাধ্যমে খুজে পায়, তাহলে আমি কি তাদের প্রয়োজনমত information অথবা service দিতে পারছি বা পারবো। তারপর সেই সমস্ত phrase গুলো খুজে বের করুন, যে word গুলো আপনার ওয়েবসাইটের সাথে related না এবং সেগুলো বাদ দিন।

যেমন দেখুন এখানে আমরা উদাহরণ হিসেবে যে সাইটটা ব্যবহার করছি তার সাথে kindle, ebook reader, book reviews ইত্যাদি শব্দগুলো related কিন্তু দেখুন একদম শেষে kindled শব্দটি related নয়, তাই আমরা এটিকে বাদ দিব।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO(পর্ব-০৩)
এবার আসুন গত পর্বে দেখানো নিয়মানুযায়ী keyword research শুরু করি। এখানে আমি উদাহরণ হিসেবে যে, ছবিগুলো ব্যবহার করেছি, তা Jill Whalen নামক একজন Seo Trainer এর keyword research থেকে নেয়া হয়েছে। উনি lynda এর video tutorial করেছেন।
প্রথমে একটি word file এ আপনার ওয়েবসাইটটি যে সার্ভিস প্রোভাইড করে তা লিখুন এবং তারপর আপনার ওয়েবসাইটের Goal লিখে ফেলুন। সাথে আরো লিখুন, Brainstorming এর মাধ্যমে আমরা যে phrase গুলো পেয়েছি সেগুলো। উদাহরণ হিসেবে দেয়া ছবির, text টুকু পড়ুন।

তাহলেই বুঝতে পারবেন আমরা যে ওয়েবসাইট নিয়ে কাজ করব সেটার মেইন উদ্দেশ্য হল Amazon Kindle এর বিভিন্ন product review করা, এদের সর্ম্পকে বিভিন্ন তথ্য দেয়া এবং সেই সাথে এই product গুলা বিক্রি করা amazon's affilliate program এর মাধ্যমে।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO(পর্ব-০২)
কেন করবেন keyword research?
১. কারণ মানুষ kewword ব্যবহার করে তাদের প্রয়োজনীয় সমাধান খোজে২. SE চায় সবসময় best result দেখাতে
৩. আপনার জানা উচিৎ কোন ধরনের keyword বেশি খোজা হচ্ছে
৪. সবথেকে প্রধান কারণ হল, keyword research tools আপনাকে সাহায্য করে এটা জানার জন্য যে, ওয়েবে কি খোজা হচ্ছে এবং কি খোজা হচ্ছে না
keyword research এর জন্য অনেক ধরনের tools আছে। তার মধ্যে wordtracker, keyword discovery, google Adwords etc অন্যতম।

অধিকাংশ মানুষ google adwords ব্যবহার করে - এটা অনেক দ্রুত ও বিনামূল্যে ব্যবহার করা যায়।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SEO(পর্ব-০1)
সবাইকে আমার প্রথম ধারাবাহিক seo সম্পর্কিত লেখায় স্বাগতম। শিরোনাম দেখে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, A to Y পর্যন্ত অর্থ কি? এটা তো A to Z হওয়া উচিৎ। আসলে seo এর বিষয়বস্তু এত বিশাল যে কারো পক্ষেই সম্পূর্ণ জ্ঞান অর্জন করা সম্ভব নয় এবং প্রতিনিয়ত seo এর rules গুলো পরিবর্তন হচ্ছে। তাই এটা A to Y পর্যন্ত।

seo সম্পর্কিত অনেক টিউটোরিয়ালই আছে, কিন্তু সেগুলোর অধিকাংশ ইংরাজীতে হওয়ায় অনেকেরই ঠিকমতো বুঝতে অনেক সমস্যা হয়। বাংলাতে seo বিষয়ে যে পোস্টগুলো আছে, তার প্রায়ই সবই Entry Level এর।
Subscribe to:
Comments (Atom)

